০৭ আগস্ট ২০২৫, ১৮:২৮

জুলাই আন্দোলনবিরোধীদের বিরুদ্ধে পোস্টারিংয়ে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ

শিক্ষার্থীদের সাঁটানো পোস্টার  © টিডিসি

২০২৪ সালের জুলাই মাসে কোটাবিরোধী আন্দোলনের বিরুদ্ধে মিছিল করা কিছু কর্মকর্তার ছবি ও পরিচয়সংবলিত পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বিভিন্ন দেয়ালে এ পোস্টার সাঁটানো হয়।

পোস্টারে দাবি করা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট, যখন শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছিল, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু সদস্য শিক্ষক-কর্মকর্তা পরিচয়ে ‘জুলাই আন্দোলনের বিরুদ্ধে’ মিছিল করেন। মিছিলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের ‘পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দেন’।

এই পোস্টারে আন্দোলনের বিপক্ষে মিছিলকারীদের একটি ছবিতে ৯ জনকে শনাক্ত করে নামসহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, আন্দোলনের দিন ও পরের মুহূর্তের আরও কয়েকটি ছবি দিয়ে মিছিলকারীদের গতিবিধি তুলে ধরা হয়েছে।

পোস্টারে চিহ্নিত কর্মকর্তাদের তালিকায় ছিলেন রেজিস্ট্রার দলিলুর রহমান, সেকশন অফিসার শেখ আনিকা ও রহমতুল্লাহ রেজা, ডেপুটি রেজিস্ট্রার ফারজানা ইসলাম তনি ও নজরুল ইসলাম হিরা, পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম হায়দার, ডেপুটি এক্সাম কন্ট্রোলার  মিকাইল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার  সাইফুল্লাহ রাজ, প্রশাসনিক কর্মকর্তা বি এম শামীম হাসান। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, প্রশাসন তাদের অভিযোগ আমলে নিচ্ছে না এবং এ ঘটনা তদন্ত বা জবাবদিহির কোনো উদ্যোগ নিচ্ছে না। তারা মনে করেন, এ ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে।

এ প্রসঙ্গে এক শিক্ষার্থী বলেন, যখন শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন, তখন প্রশাসনের কিছু সদস্য পাল্টা মিছিল করে ভয় দেখানোর চেষ্টা করেছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে।