১৩ এপ্রিল ২০১৯, ২০:৫৭

যবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ চেয়ারম্যান আব্দুল মজিদ

যবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ আব্দুল মজিদ।  © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল মজিদ। তিনি যবিপ্রবিতে তৃতীয়তম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত ১১ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাপক মো. আব্দুল মজিদের নিয়োগ সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা। শনিবার সকালে অধ্যাপক মো. আব্দুল মজিদ আনুষ্ঠানিকভাবে যবিপ্রবিতে যোগদান করেন। কোষাধ্যক্ষের নতুন নিয়োগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন সংগঠন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

যোগদান শেষে নতুন কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বঙ্গবন্ধু ম্যুরালে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুর রশীদ, পরিচালক (হিসাব) মো. জাকির হোসেন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পরিতোষ কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারি, প্রধান চিকিৎসা কর্মকর্তা দীপক কুমার মণ্ডল প্রমুখ।

বর্তমানে যশোর শহরের পুরাতন কসবার স্থায়ী বাসিন্দা অধ্যাপক মো. আব্দুল মজিদ ১৯৫৭ সালের ২৮ অক্টোবর যশোরে জন্মগ্রহণ করেন। এরপর ১৯৭৩ সালে এসএসসি, ১৯৭৫ সালে এইচএসসি পাশ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সালে উদ্ভিদবিদ্যায় স্নাতক ও ১৯৮০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

অধ্যাপক মো. আব্দুল মজিদের ৩১ বছরের কর্মজীবন শুরু হয় ১৯৮৫ সালে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজে প্রভাষক পদে যোগদানের মধ্য দিয়ে। এরপর তিনি নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজ, যশোরের সরকারি মহিলা কলেজ, খুলনার সরকারি বি এল কলেজ, যশোরের সরকারি এম এম কলেজ, ঝিনাইদহের কে এম এইচ ডিগ্রী কলেজ, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব, উপ-পরিচালক হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।

এরপর তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ২০১৭ সালের ২৮ অক্টোবর অবসরে যান। এ নিয়ে তিনি আবার যবিপ্রবিতে কোষাধ্যক্ষ হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন।