৩১ জুলাই ২০২৫, ২০:৪১

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় হলে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের মানববন্ধন

দৃষ্টান্তমূলক শাস্তির (স্থায়ী বহিষ্কার) দাবিতে মানববন্ধন  © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শেখ রাসেল হলে মধ্যরাতে সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রসহ হামলা ও রুম ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির (স্থায়ী বহিষ্কার) দাবিতে মানববন্ধন করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৬টায় শেখ রাসেল হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “দেশীয় অস্ত্র, জিআই পাইপ, স্ট্যাম্প, লাঠিসোঁটা নিয়ে হলে হামলা চালিয়ে সন্ত্রাসী কায়দায় ভাঙচুর করা হয়েছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে কারা অস্ত্রসহ হলে হামলা চালিয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা হলে ভাঙচুর চালিয়েছে, তাদের আগামী তিন দিনের মধ্যে হল থেকে আজীবন বহিষ্কার করতে হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিকভাবেও তাদের বহিষ্কার করতে হবে। প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তবে পরবর্তীতে যে অস্থিরতা তৈরি হবে, তার পূর্ণ দায় প্রশাসনকে নিতে হবে।”

শিক্ষার্থীরা আরও বলেন, “আমাদের আজকের মানববন্ধন কোনো রাজনৈতিক দল বা বিভাগের বিরুদ্ধে নয়। হলে আমরা সকল রাজনৈতিক দল ও বিভাগের শিক্ষার্থীরা মিলে একটি পরিবার। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।”