৩০ জুলাই ২০২৫, ১৬:৪০

পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

অনুষদের ডিন বরাবর স্মারকলিপি প্রদান  © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। একইসঙ্গে বিষয়টির যৌক্তিকতা তুলে ধরে অনুষদের ডিন বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের (এএনএসভিএম) অডিটরিয়ামে ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন। তবে শিক্ষার্থীদের প্রশ্নের সন্তোষজনক জবাব না মেলায় তারা ক্ষুব্ধ হয়ে সভা বর্জন করে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভকারীরা পরে অনুষদের ডিন অফিসে গিয়ে স্মারকলিপি জমা দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‌‘ভেটেরিনারি ও হাজবেন্ড্রি দুটি পরস্পর পরিপূরক শাখা। দক্ষ জনবল গঠনে কম্বাইন্ড ডিগ্রির কোনো বিকল্প নেই। অথচ পবিপ্রবিতে এখনো তা চালু হয়নি, যা হতাশাজনক।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘সরকারি-বেসরকারি চাকরির বাজারে এখন কম্বাইন্ড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিষয়টি আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত।’

আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা আগামীকাল (৩১ জুলাই) উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দিয়েছেন। এদিকে, অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এক বিবৃতিতে জানিয়েছেন, দাবিপূরণ না হওয়া পর্যন্ত তারা সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করবেন।