মাইলস্টোন ট্র্যাজেডিতে মেরিটাইম ইউনিভার্সিটিতে বিক্ষোভ ও দোয়া মাহফিল
ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা সব প্রকার ক্লাস, পরীক্ষা, ল্যাব কর্যক্রম বন্ধ ঘোষণা করে বিক্ষোভ ও দোয়া মাহফিল করেছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেঘনা ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল ঘটে যাওয়া এ ঘটনায় আহত ও শহিদদের প্রতি শোক প্রকাশ করা হয়। পাশাপাশি বিমানবাহিনীর ব্যর্থতা ও লাশ গুম করার আশঙ্কাকে কেন্দ্র করে বিক্ষোভ সমাবেশে ও মিছিল করা হয়।
বিক্ষোভ ও দোয়া আয়োজনে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ শিক্ষকেরাও। বিক্ষোভ সমাবেশের শুরুতে ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রগ্রাফি বিভাগের শিক্ষার্থী রুজেন তার বক্তব্যে বলেন, ‘গতকালের এমন মর্মান্তিক দুর্ঘটনার দায়ভার কে নিবে? অভিভাবকেরা তাদের বাচ্চার খোঁজ পাচ্ছে না। অথচ লাশ গুম করার তৎপরতা চলছে। ফ্যাসিস্ট সরকারের অবহেলায় ক্রয়কৃত বিমানের জন্য গতকাল ঝরে পড়লো তাজা কিছু প্রাণ। লাশ গুম, লাশের সংখ্যা প্রকাশের অনীহা, অসাধু ব্যবসায়ীদের এমন আচরণের প্রেক্ষিতে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কমান্ডার মো. ইরফান মাহদী গতকালের দুর্ঘটনার শহিদ ও আহতদের স্মরণ করেন এবং গতকাল দ্রুত রক্তের ব্যবস্থা করতে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের এগিয়ে আসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
বিক্ষোভ সমাবেশের এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা লাশ গুম, লাশের সংখ্যা প্রকাশের প্রকাশের অনীহা, সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মারধরের প্রতিবাদে মিরপুরে মেঘনা ভবন থেকে পদ্মা ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করে। মিছিলের শেষ নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।