হাবিপ্রবিতে ইয়োলো ল্যাম্পের নতুন কমিটি
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ‘ইয়োলো ল্যাম্প’ এর কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে কৃষি অনুষদের লেভেল ৩ সেমিস্টার ২ এর শিক্ষার্থী আতিকুর রহমান বাবরকে সভাপতি ও বিজনেস স্টাডিজ অনুষদের লেভেল ৩ সেমিস্টার ২ এর শিক্ষার্থী মারুফ হাসানকে সাধারণ সম্পাদক করে আগামী ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ৩৭ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী পরিষদের অনুমোদন করা হয়।
সোমবার সন্ধ্যায় ইয়োলো ল্যাম্পের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম (উজ্জ্বল) এবং সাধারণ সম্পাদককে এম মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাথে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ রাজিব হাসানকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন যথাক্রমে, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদৎ হোসেন খান, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো.খালেদ হোসেন, কৃষি সম্প্রসারণ বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. মো. ফারুক হাসান, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. আবু সাঈদ, ফিশারিজ টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক বিকাশ চন্দ্র রায়, কৃষি রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজেদুর রহমান (সাগর), সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন দুরুদ।
প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বরে ‘সচেতন জনতা, নিরাপদ রাস্তা’ স্লোগানে ইয়োলো ল্যাম্পের যাত্রা শুরু হাবিপ্রবি শাখা ইউনিট।