পাবিপ্রবিতে আন্তঃবিভাগ বিতর্কে চ্যাম্পিয়ন পরিসংখ্যান বিভাগ

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।  © আবির নাজমুল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পাস্ট ডিএস টেকনোসিটি কম্পিউটার আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পরিসংখ্যান বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। ফাইনালের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন পরিসংখ্যান বিভাগের মোস্তাফিজুর রহমান রিওন।

‘স্বাধীন নারী, স্বাধীন দেশ’ প্রতিপাদ্য নিয়ে এবারের বিতর্ক উৎসবে বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগ অংশ নেয়। নারী দিবস ও মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে পাস্ট ডিবেটিং সোসাইটি (পাস্ট ডিএস)।

শনিবার বিকেলে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী দিনে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি ২ এক টুকরো সংসদে পরিণত হয়। স্পিকারের সভাপতিত্বে সংসদ অধিবেশনে অংশ নেন সরকারদলীয় সাংসদেরা, অন্য পাশে বিরোধী দল। ছিলেন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা-উপনেতা। যুক্তিতর্ক-বক্তৃতা চলে,ছিল দর্শকদের মুহুর্মুহু করতালি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক সংসদীয় বিতর্ক শেষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় প্রতিযোগিতার।

চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল এই সংসদ বিশ্বাস করে,বনানী ও চকবাজার অগ্নিকান্ডের জন্য নগর পরিকল্পনার ব্যর্থতাই দায়ী। সরকারি দল হিসেবে পরিসংখ্যান বিভাগের সাকিব সিজান, নাজমুল হোসেন, মুস্তাফিজুর রহমান রিঅন এবং বিরোধী দল ফারজানা ববি, জান্নাতুল ফেরদৌস কবিতা, শবনম মুস্তারী সুগন্ধা হিসেবে ইংরেজি বিভাগ বিতর্কে অংশগ্রহণ করে।

ফাইনালে স্পিকারের দায়িত্ব পালন করেন পাস্ট ডিএসের উপদেষ্টা আসাদুল্লাহ আল গালিব। ভেন্যু কো-অরডিনেটর দায়িত্বপালন করেন ইস্ররাত জাহান শায়লা ।

আয়োজন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি আনামুল হক শাওন তার বক্তব্যে বলেন, আমার সম্মানিত শিক্ষকসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আশাবাদ ব্যাক্ত করছি সামনে আমরা আরো ভালো কিছু আয়োজন সবাইকে উপহার দিতে পারবো।

নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে সহসভাপতি আফসানা সুলতানা সুখী তার বক্তব্যে বলেন, যেহেতু আমাদের এই আয়োজন আমরা করেছিলাম নারী দিবসকে সামনে রেখে আমরা চাই সৃজনশীল সকল ক্ষেত্র গুলোতে নারীদের অংশগ্রহণ আরো সমৃদ্ধ হোক।

বিতর্ক শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. রাশেদ মাহমুদ এবং রওশন ইয়াজধানী এবং পরিসংখ্যান বিভাগের মুশফিকুর রহমান নবীন, টেকনোসিটি কম্পিউটারের সত্ত্বাধিকারী রাতুল গোস্বামী, পাস্ট ডিএস সাবেক সাধারণ সম্পাদক নাজমুস সাদাত, বর্তমান সাধারণ সম্পাদক আশিকুর রহমানের অনুষ্ঠানের আহ্বায়ক শুভ্র হাসান । সঞ্চালনা করেন আয়োজনের সহ আহ্বায়ক রাজীব রায়হান।


সর্বশেষ সংবাদ