বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মবিরতি স্থগিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কর্মকর্তাদের সংগঠন অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১দফা দাবির ভিত্তিতে চলা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর সাথে সার্বিক আলোচনা ও দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে এই কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এখন থেকে প্রশাসনিক এবং একাডেমিক সকল কর্মকাণ্ড যথারীতি পূবের্র ন্যায় সচল থাকবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল বলেন, আমরা যে ১১ দফা দাবী নিয়ে আন্দোলন করছিলাম তা নিয়ে গতকাল শনিবার উপাচার্যের সাথে বসেছিলাম। সে সময় তিনি কিছু শর্ত দেন। পরে আমরা সংগঠনের সবাই বসে এ নিয়ে আলোচনা করে আজ রবিবার আবারো উপাচার্যের সাথে দেখা করি। উপাচার্যের সাথে দেখার করি আলোচনা সাপেক্ষে দাবী মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত করি। তবে, ১ এবং ২ নং দাবীগুলো পূরণের ব্যাপারে উপাচার্য সময় নিয়েছেন এবং বাকিগুলো খুব অল্প সময়ের মধ্যে পূরণ করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত ১১ই মার্চ থেকে আজ রবিবার বিকাল ৪টা পর্যন্ত মোট নয়দিন ১১ দফা দাবিতে আন্দোলন করেন কর্মকর্তারা।
আরো দেখুন: বেরোবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি, অচলাবস্থা
তাদের দাবীগুলো হলো- পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্থায়ীকরণ অবিলম্বে সম্পন্ন করা, যেসব কর্মকর্তার পদোন্নতি বোর্ড হয়নি তাদের বোর্ড দ্রুত সম্পন্ন করা, যেসব কর্মকর্তার পদবী বদল করা হয়েছে তাদের স্বপদে ফিরিয়ে আনা, সরকারি নিয়মে পুলিশ ভেরিফিকেশন ফরম প্রস্তুত করা, প্রতিটি দপ্তরকে নিজস্ব কাজ বুঝিয়ে দিয়ে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা, প্রশাসনিক ভবনে কক্ষ বরাদ্দের নিমিত্তে যে কমিটি গঠিত হয়েছে তাতে জ্যেষ্ঠতার নীতি অবলম্বন করা, ৫৮ জন কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন পরিশোধ করা, হয়রানিমূলক বদলীকৃত কর্মকর্তাদের নিজ নিজ দফতরে পুনর্বহাল করা, রেজিস্টার কার্যালয়ে স্বতন্ত্রতা ও গোপনীয়তা রক্ষা করা এবং রেজিস্টার কার্যালয়ের অধীনস্থ কর্মকর্তার নজরদারি বন্ধ করা।