সিকৃবির ওয়াসিম হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ০৫:৫৯ PM , আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৬:৩৩ PM
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থী ঘোরি ওয়াসিম আফনানকে ইচ্ছাকৃতভাবে বাস থেকে ফেলে দিয়ে হত্যার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পৃথক পৃথকভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও সাংস্কৃতিককর্মী অংশগ্রহণ করে।
এসময় বক্তারা বলেন, বাসের ঘাতক চালক ও হেল্পারের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কোন চালক এভাবে মানুষ হত্যা করতে না পারে। মানববন্ধন শেষে জোটের আহবায়ক সোমবার দুপুর সাড়ে ১২টায় একই ঘটনার বিচারের দাবিতে এবং নিরাপদ সড়কের দাবিতে প্রতিবাদ মিছিলের ঘোষণা দেন।
এদিকে দুপুর ১টায় শাবিপ্রবির নবীনগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওয়াসিম হত্যার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন এবং ক্যাম্পাসে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এসময় তারা মিছিল থেকে ঘাতক চালক ও হেল্পারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সংগঠনের সভাপতি শামুয়েল ইসলামের সঞ্চালনায় এসময় সমাবেশে বক্তব্য রাখেন উপদেষ্টা শোয়েব রহমান, মোফাচ্ছির মওদুদ, সাধারণ সম্পাদক শাহনাজ লিপি, সাবেক সাধারণ সম্পাদক রাজু সূত্রধর প্রমুখ।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যার দিকে সিকৃবির শিক্ষার্থী ওয়াসিম আফনানকে স্থানীয় একটি বাস থেকে ঢাকা-সিলেট রোডের শেরপুর এলাকায় ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেল্পার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ওয়াসিমের মৃত্যু হয়।