১৪ মার্চ ২০১৯, ২২:০০

পাবিপ্রবিতে নানা আয়োজনে পাই দিবস উৎযাপন

পাই দিবসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতীকী পাই অঙ্কন।  © আবির নাজমুল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবিতে) প্রতিবছরের ন্যায় এবারেও বর্ণিল আয়োজনে বিশ্ব পাই দিবস পালিত হয়েছে। তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের সহায়তায় দিবসটি নানা আয়োজনের মধ্যদিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

পাই দিবসের কর্মসূচিতে ছিল, কেক কাটা, কুইজ প্রতিযোগিতা, পাই এর উপর তাৎপর্যপূর্ণ বিশেষ আলোচনা, আলবার্ট আইনস্টাইনের ১৪০তম জন্মবার্ষিকী উদযাপন এবং তার জীবনীর উপর বিশেষ আলোচনা, স্যার স্টিফেন হকিং এর ১ম মৃত্যুবার্ষিকী তার জীবনীর উপর বিশেষ আলোচনা এবং বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতির সাথে পরিচিত করন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসিই বিভাগের খন্ডকালীন প্রভাষক ও উদ্ভাবক তরুণ দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইইই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার চেয়ারপার্সন মো. দেলোয়ার হোসেন শাওন।

সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠানটিতে সংগঠনটির সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতায় সেরা ৩জনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

প্রসঙ্গত, প্রতি বছর ১৪ মার্চ পাই এর অজানাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সারা বিশ্বে একযোগে পালিত হয় দিবসটি।