শাবিপ্রবির আঞ্চলিক সংগঠন খোয়াই বন্ধনের নতুন কমিটি
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ০৬:৩৮ PM , আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৬:৩৮ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হবিগঞ্জ জেলা ভিত্তিক আঞ্চলিক সংগঠন খোয়াই বন্ধনের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোশতাক আহমেদ শাকিলকে সভাপতি এবং ব্যবসায় প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাহফুজুল আলম রনিকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হলেন, যথাক্রমে মো. মিজানুর রহমান, তোফায়েল আহমেদ, রমজান আলী, মো. লুৎফুজ্জামান চৌধুরী, জয়দ্বীপ দেবনাথ পিয়াস, দেলোয়ার হোসেন, রোজী রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মো. বদিউজ্জামান ইফ্ফাত, ইমন সরদার, দ্বীপ্ত রায়, অভিরাম দাশ অভি, অমিতাভ গোস্বামী নিলয়। সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আলমীর মাহবুব, গোলাম রাব্বানী, নীরব আহমেদ আসাদ, সাহেবুস সুলতান মাসুম, শর্মিলা সিদ্দিকা মিলা।
অর্থ সম্পাদক নাজমুল হুদা, উপ-অর্থ সম্পাদক সমাপ্তি দাশ, দপ্তর সম্পাদক শাকির আহমেদ রিপন, উপ-দপ্তর সম্পাদক সস্তি দাস মিমি, প্রচার সম্পাদক মোজাম্মেল চৌধুরী, উপ-প্রচার সম্পাদক পান্না চন্দ দে, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইফতেখার চৌধুরী রানা, উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রাঙ্গণ চক্রবর্তী, সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ দেলোয়ার হোসাইন, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক বকুল দাস, ছাত্র বিষয়ক সম্পাদক আরমান হোসাইন, উট-ছাত্র বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পুষ্প, ছাত্রী বিষয়ক সম্পাদক কাশপিয়া নূরজাহান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হামিদা আক্তার, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মারজানা রায়হান আন্নি, সাহিত্য বিষয়ক সম্পাদক নিকলেস দাশ, আইন বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদিন, উপ-আইন বিষয়ক সম্পাদক আব্দুল মুনিম, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান কামিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উজ্জ্বল দাশ চীনু, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সজিব দাস, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক সুমন দাস, ক্রীড়া সম্পাদক হাসিবুল হাসান শান্ত, উপ-ক্রীড়া সম্পাদক নাসিদুল ইসলাম তুষার, গ্রন্থানা ও প্রকাশনা সম্পাদক জেনিফা মান্নান মান্না, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারজানা লাবণ্য, ধর্ম বিষয়ক সম্পাদক আবদস সবুর ইমনকে নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও কমিটির সদস্যরা হলেন, মো. রিয়াজ উদ্দিন, শাহ্ মোহাম্মদ নাজমুল হাসান, মেসকাত জাহান ঝুমু, তানিয়া বেগম, সতাব্দী দাশ মুন, ইফতেখারুল ইসলাম রায়হান, নাফিয়া খানম লুনা, দেবজ্যোতি দাশ টুটন, মোহাম্মদ হোসাইন, সালমান মিয়া।