১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৩

লোকপ্রশাসন দিবসে নবীন–প্রবীণের মিলনমেলা

বশেমুরবিপ্রবিতে লোকপ্রশাসন দিবস উদযাপন  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নবীনবরণ এবং সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনের মাধ্যমে লোকপ্রশাসন দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন

লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান বিতান খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক প্রণীতা দত্ত,মো. হাসেম রেজা, মো. নাছির উদ্দিনসহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা।

বিকাল ৫টায় নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং পরবর্তীতে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে সমাপ্তি হয়।

লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান বলেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় আমরা এ বছরও নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদানের উদ্দেশ্যে এই অনুষ্ঠান আয়োজন করেছি। আমরা মনে করি, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করা প্রয়োজন। তাই শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্দেশ্যে নানা আয়োজনের মাধ্যমে লোকপ্রশাসন দিবস উদযাপন করছি।’

প্রসঙ্গত, লোকপ্রশাসন বিভাগ প্রতিবছরই নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রবীণদের বিদায়ী সংবর্ধনা দেয়ার উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে।