বুয়েটে ৩ আসন শূন্য রেখে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ মে ২০২৫, ১০:৫৪ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২০ PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শেষে নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। প্রথমবর্ষের ক্লাস গত ১২ এপ্রিল শুরু হয়েছে বলে জানা গেছে। এবার চূড়ান্ত ভর্তি শেষে তিনটি আসন শূন্য ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ইতোমধ্যে নবাগত শিক্ষার্থীদের আবাসিক হলে সিটও বরাদ্দ দেওয়া হয়েছে।
ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, চলতি বছর পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য তিনটি এবং স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ আসন ছিল ১ হাজার ৩০৯টি। কিন্তু শেষ দফায় ভর্তির দিন তিনজন ভর্তি হতে আসেননি। ফলে আসন শূন্য রেখেই ক্লাস শুরু করতে হয়েছে।
বুয়েটের ভর্তির শর্ত অনুযায়ী, ক্লাস শুরুর পর আর ভর্তি নেওয়ার সুযোগ নেই। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, ক্লাস কার্যক্রমের শুরুতেই শিক্ষার্থীদের কিছু গ্রুপে ভাগ করা হয়। নতুন করে ভর্তি নিতে গেলে এসব গ্রুপে মানিয়ে নেওয়াসহ অন্যান্য কার্যক্রমে বিঘ্ন ঘটবে। এ কারণে আসনগুলো শূন্য রেখেই প্রায় তিন সপ্তাহ ধরে ক্লাস চলছে।
আরো পড়ুন: রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
বুয়েটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ ভর্তি কমিটির সভাপতি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো. জহরুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শেষ দিকে তিনজন শিক্ষার্থী না আসায় তাদের ভর্তি নেওয়া সম্ভব হয়নি। নির্ধারিত সময়ে ক্লাস শুরু হওয়ায় নিয়মানুযায়ী আর ভর্তি নেওয়ার সুযোগ ছিল না। কোনও শিক্ষার্থী যদি ভর্তির পর দুই সপ্তাহের বেশি ক্লাস না করে, তাহলে তাদের ভর্তিও বাতিল হয়ে যায়।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে বুয়েটের প্রাক্-নির্বাচনী পরীক্ষা গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়। মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীরা মূল ভর্তি পরীক্ষায় অংশ নেন। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৩ ফেব্রুয়ারি। ফলাফল ২৬ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। এর আগে ৩০ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়ে চলে ১৪ ডিসেম্বর পর্যন্ত।