হতদরিদ্র মানুষের পাশে ডুয়েটের সৃজনী পরিবার
প্রতিবারের মতো এবারও শীতবস্ত্র নিয়ে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সৃজনী পরিবার। সৃজনী ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এর প্রত্যেক কর্মীই যেন মানবসেবার শপথ নিয়ে তাদের সর্বোচ্চ দিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণ বিষয়ে কথা হয় সৃজনীর সাহিত্য বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম অ্যাস্ট্রোর সাথে।
তিনি জানান, গজারি আর অপরিচিত পাহাড়ি গাছে ঘেরা ভাওয়াল বনের মাঝে মাঝে একেকটা মাটির ঘর। একটি ঘরের পাশেই শিকলে বাঁধা এক ষাটোর্ধ্ব বৃদ্ধা। আমাদের দেখেই বৃদ্ধার অসংলগ্ন কথা বেড়ে গেল, হাত বাড়িয়ে খাবার চাইলেন। কিন্তু তার চেঁচামেচিতে কাউকে কাছে আসতে দেখিনি, সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত। আমার হাতে থাকা কম্বলটি বৃদ্ধার গায়ে জড়িয়ে দিতেই আরও জোরে চেঁচামেচি করতে থাকল। খুশিতে চোখমুখ জ্বলজ্বল করে উঠলো।
আশরাফুল বলেন, এই বৃদ্ধার বাড়ি থেকে আরও বেশ দূরে আমরা আরেকটি বাড়িতে গেলাম। একটা টিনের ছাপরা ঘরে প্রায় ৮০ বছরের বয়স্ক আরেক বৃদ্ধা, একটা শাড়ি পরে শীতে কাঁপছে। ঘরে কয়েকটা ঘটি বাটি ছাড়া তেমন কোন তৈজসপত্র নেই, বিছানায় ছেঁড়া কয়েকটা কাঁথা। গাছপালায় ঘেরা লোকালয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি হেঁটে যেতে প্রায় ৫ মিনিট লাগে। এভাবে হেঁটে হেঁটে একবাড়ি হতে আরেকবাড়ি ঘুরে ঘুরে বৃদ্ধ, বিধবা কিংবা প্রতিবন্ধীদের খুঁজে খুঁজে শীতবস্ত্র বিতরণ করে সৃজনী পরিবার।
প্রায় জন্মলগ্ন হতেই মানবিক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে সৃজনী। এরই ধারাবাহিকতায় ২৩ জানুয়ারি গাজীপুরের প্রান্তিক পর্যায়ে এতিম, দুঃস্থ, বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। এই মানবিক কাজে অর্থসহায়তা দানকারীদের ও ডুয়েটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান সৃজনী পরিবার ।