মেসে ছাত্রীর শ্লীলতাহানীর বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ বিক্ষোভ করছে পাবিপ্রবির শিক্ষার্থীরা।
পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ বিক্ষোভ করছে পাবিপ্রবির শিক্ষার্থীরা।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক ছাত্রীকে মেসে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছাত্রী মেসে ঢুকে ওই ছাত্রীকে হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনায় বখাটে যুবকের শাস্তির দাবিতে আজ শনিবার  করে ১১টা থেকে ১২টা পর্যন্ত পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ বিক্ষোভ করছে পাবিপ্রবির শিক্ষার্থীরা।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় মেস মালিকের ভাতিজা আসিফ ইকবাল চিন্ময় (২৬) ছাত্রী নিবাসে প্রবেশ করে। পরে ছাত্রীদের সাথে খুব বাজে ভাষায় বিভিন্ন অঙ্গভঙ্গি করে বকাবকি করতে থাকে। একপর্যায়ে এক ছাত্রীকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছাত্রীদের চিৎকারে মেস মালিক ও তার স্ত্রী এসে ছাত্রীটিকে উদ্ধার করে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ জানান, ঘটনা সন্ধ্যা ৬টায় ঘটলেও আসামীকে রাত ১১টার মধ্যেই গ্রেফতার করা হয়। ছাত্রলীগের পক্ষথেকে দোষীকে উপযুক্ত শাস্তি দাবি করছি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু একই কথা উল্লেখ করে মেয়েদের নিরাপত্তার জোর দাবী জানান তিনি।

এই ঘটনায় পাবিপ্রবির শিক্ষার্থীরা চরম ক্ষোভ প্রকাশ করে একাধিক ছাত্রী জানান, শ্লীলতাহানীর ঘটনায় আমরা খুবই মর্মাহত। এই ধরনের ঘটনা কোন ভাবেই মেনে নিতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও ছাত্রীরা নিরাপদে চলাফেরা করতে পারব না। আমরা ছাত্রীদের নিরাপত্তার বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


সর্বশেষ সংবাদ