বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগ, ক্যালেন্ডার প্রত্যাহার যবিপ্রবির
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০১৯ সালের ডেস্ক ক্যালেন্ডারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননার অভিযোগসহ বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হয়েছে। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল থেকে প্রতিবাদ করা হলে তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডেস্ক ক্যালেন্ডার প্রত্যাহারের ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের জনসংযোগ শাখা কর্তৃক বিতরণকৃত ২০১৯ সালের ডেস্ক ক্যালেন্ডার অনিবার্য কারণবশত প্রত্যাহার করা হলো। এ প্রেক্ষিতে প্রেরিত ডেস্ক ক্যালেন্ডার (যদি কারোর কাছে থাকে) জনসংযোগ শাখায় ফেরত পাঠানোর জন্য বিশেষ অনুরোধ করা হয়।
জানা যায়, নতুন বছরের শুরুতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনার সাথে ২০১৯ সালের ডেস্ক ক্যালেন্ডারও বিতরণ করে রেজিস্ট্রার দপ্তরের জনসংযোগ শাখা। ওই ডেস্ক ক্যালেন্ডারের প্রথম পাতায় দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির উপর যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইনের নাম লেখা আছে। ক্যালেন্ডারের আগস্ট মাসের পাতায় ছবির ক্যাপশনে দেয়া আছে ‘বঙ্গবন্ধুর ৪৩শ শাহাদৎ বার্ষিকী’। এছাড়া ক্যালেন্ডারের অন্য পাতায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির উপর স্পাইরাল করা হয়েছে। এসব অসংগতির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দেয় অনেকে। এরপর বিভিন্ন মহল তা নিয়ে সমালোচনা করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যালেন্ডারটি প্রত্যাহারের ঘোষণা দেয়।
এদিকে এসব অসংগতি পরিকল্পিতভাবে করা হয়েছে বলে দাবি করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ। এটির মাধ্যমে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা বলছে, ‘আমাদের আদর্শ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অবমাননাকারীদের তীব্র নিন্দা জানায়। অবিলম্বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানাই এই সকল ষড়যন্ত্রকারীদের প্রত্যাহার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন।