‘বিশ্ববিদ্যালয়গুলো চলে রাষ্ট্রীয় অর্থে, এতে ভিক্ষুকের টাকাও আছে’
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়গুলো রাষ্ট্রীয় অর্থে পরিচালিত হয়। এখানে একজন কৃষক, দিনমজুর- এমন কি একজন ভিক্ষুকও একটা চানাচুরের প্যাকেটও কিনলে তার ভ্যাটের টাকায় চলে বিশ্ববিদ্যালয়গুলো। আমার ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়গুলো সুচারুরূপে সম্পন্ন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।’
দুই বছর পর নতুন কোষাধ্যক্ষ পেয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ পদে নিযুক্ত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির। শুক্রবার (১০ জানুয়ারি) নবনিযুক্ত কোষাধ্যক্ষ হিসেবে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির বলেন, ‘আমি প্রথমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে- যারা আমাকে এই পদের জন্য যোগ্য মনে করেছেন। জুলাই বিপ্লবের ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’
তিনি বলেন, ‘আমি মনে করি, আমার ওপর অর্পিত দায়িত্বটুকু সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করলে, নিজের অবস্থান থেকে নিজ প্রতিষ্ঠানে অবদান রাখতে পারলে, সামান্য হলেও রাষ্ট্র বিনির্মাণেও অবদান রাখতে পারব। আমার দায়িত্বই হলো, যে খাতে বরাদ্দকৃত অর্থ- সে সে খাতেই যেন সুষ্ঠভাবে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করা। আমাদের দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়ার দরখাস্ত রইল।’
আরো পড়ুন: রাবিতে পোষ্য কোটার জটিলতায় ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে ড. এম জাহাঙ্গীর কবিরকে চার বছরের জন্য হাবিপ্রবির কোষাধ্যক্ষ নিয়োগ নেওয়া হয়। ৮ জানুয়ারি (বুধবার) হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা’র উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন তিনি।
যোগদান শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শাখা ও বিভাগের পরিচালকসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি রেজিস্ট্রারেরও দায়িত্ব পালন করছেন।