০৯ জানুয়ারি ২০২৫, ১১:১৯
উপাচার্য নিয়োগের দাবিতে ফের আন্দোলনে রাবিপ্রবি শিক্ষার্থীরা
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) উপাচার্য নিয়োগের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
তিন দিনের আল্টিমেটাম শেষ হলেও দাবি না মানায় নতুন করে কর্মসূচি পালন করেছেন রাবিপ্রবি শিক্ষার্থীরা। দাবি আদায়ে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে তারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন শুরু করেন। এ সময় নানা ধরনের স্লোগান দেন তারা।
আরো পড়ুন: পোষ্য কোটা ঘিরে চবিতে অস্থিতিশীলতার শঙ্কা
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি (সোমবার) উপাচার্য নিয়োগের এক দফা দাবিতে আন্দোলনে যান রাবিপ্রবির শিক্ষার্থীরা। রাঙ্গামাটির স্থানীয় প্রশাসন আশ্বাস দিলেও তিন দিনেও উপাচার্য হয়নি। এর পরিপ্রেক্ষিতেই নতুন করে আন্দোলন শুরু করেছেন বলে জানিয়েছেন তারা।