২২ ডিসেম্বর ২০২৪, ২১:৫১

মাভাবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ

চ্যাম্পিয়ন টিম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ  © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলে হিসাববিজ্ঞান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিএসই বিভাগ। রবিবার (২২ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে জমজমাটভাবে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মাহফুজ রেজার সভাপতিত্বে খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন ,আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. মতিউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সিএসই বিভাগের শিক্ষার্থী শুধু পড়াশোনায় নয় , খেলাধুলায়ও ভালো। পাশাপাশি হিসাববিজ্ঞান বিভাগের দলের খেলোয়াড়দের প্রশংসা করেন তিনি। এছাড়া পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন।

সিএসই বিভাগের ক্যাপ্টেন শুভন‌ বলেন, শুরুতেই শারীরিক শিক্ষা বিভাগের অপরিসীম পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্টের মাধ্যমে মাভাবিপ্রবির ক্রীড়াঙ্গনে নতুন সূচনার শুরু হলো। এত সুন্দর আয়োজনের সাক্ষী হতে পেরে আনন্দিত। আগামীতে আমাদের প্রাণের মাভাবিপ্রবি আরো এগিয়ে যাক সেই প্রত্যাশা।

হিসাববিজ্ঞান বিভাগের ক্যাপ্টেন নূর বলেন, আজকের খেলায় দুই দলই অনেক ভালো খেলেছে। আমি আমার টিম নিয়ে অনেক আশাবাদী ছিলাম। সবাই খুব ভালো খেলেছে। আমার টিম ম্যানেজার স্যারের প্রতি কৃতজ্ঞ তিনি আমাদের শুরু থেকেই ফাইনাল পর্যন্ত অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন। বিজয়ী দল সিএসই বিভাগকে অভিনন্দন। আয়োজক এবং সমর্থকদের ধন্যবাদ।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর শুরু হওয়া এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬ টি বিভাগের দল অংশগ্রহণ করে। আন্তঃবিভাগ ফুটবল টুনার্মেন্ট-২০২৪  এর সেরা গোলকিপার সিএসই বিভাগের রাশেদ রায়হান শুভ। সেরা খেলোয়াড় হিসাববিজ্ঞান বিভাগের অনুপম। গোলদাতা হিসাববিজ্ঞান বিভাগের নূর আলম। ফেয়ার প্লে ট্রফি জয়ী রসায়ন বিভাগ। ২০১৮ সালে সর্বশেষ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। এরপর আর কোনো আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট হয়নি।