বশেমুরবিপ্রবির সঙ্গে ওকাইয়ামা বিশ্ববিদ্যালয়ের চুক্তির মেয়াদ বৃদ্ধি, সুযোগ বাড়ল শিক্ষার্থীদের
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এবং জাপানের ওকাইয়ামা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব ন্যাচারাল সায়েন্সের মধ্যে ২০১৯ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য নবায়ন করা হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণার পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। এতে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের তৈরি হলো।
এ সমঝোতার আওতায় বশেমুরবিপ্রবির ইন্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, এমফিল ও পিএইচডির মতো উচ্চশিক্ষার পাশাপাশি শর্ট প্রোগ্রাম, ট্রেনিং ও সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়াও শিক্ষকদের জন্যও গবেষণা সহযোগিতার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। চুক্তির শুরুতে ইঞ্জিনিয়ারিং অনুষদের চারজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক সাতদিনের জন্য জাপানি ল্যাব ভিজিট প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন, যা পুরোপুরি জাপানের অর্থায়নে পরিচালিত হয়।
চ্যালেঞ্জ ও সম্ভাবনা
বিগত চার বছরে আর কোনো প্রোগ্রামে শিক্ষার্থী বিনিময় না হওয়ার পেছনে মূলত আর্থিক সীমাবদ্ধতা বড় বাধা হিসেবে কাজ করেছে। তবে বর্তমান ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দীন শেখর এ ধরনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এটি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য উৎসাহব্যঞ্জক বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শিক্ষার্থীদের জন্য সুবিধা
এ চুক্তির ফলে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের গবেষণা, আধুনিক ল্যাব সুবিধা এবং বিশ্বমানের শিক্ষকদের অধীনে শিক্ষালাভের সুযোগ পাবেন। একইসাথে, জাপানের মতো উন্নত দেশে কাজ করার অভিজ্ঞতা ও নতুন প্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জনের সম্ভাবনা তৈরি হবে। এসব সুযোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা, এবং চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক করে তুলবে।
আরো পড়ুন: গুচ্ছ ভর্তি নিয়ে আজ সভায় বসছেন উপাচার্যরা, আলোচনায় দুই এজেন্ডা
বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হবে
এ চুক্তি শুধুমা শিক্ষার্থীদের জন্য নয়, বরং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের অর্জন এবং সফলতা বশেমুরবিপ্রবির গবেষণা ও শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের উচ্চশিক্ষার উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। যদি শিক্ষার্থী ও শিক্ষকেরা এ চুক্তির সুবিধা যথাযথভাবে গ্রহণ করতে পারেন, তাহলে তা শুধু বশেমুরবিপ্রবির জন্য নয়, পুরো দেশের শিক্ষাব্যবস্থার জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।
ইন্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. আব্দুলাহ আল আসাদ বলেন, পারস্পরিক সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে বশেমুরবিপ্রবি ও জাপানের ওকাইয়ামা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি দীর্ঘমেয়াদী সুসম্পর্ক বজায় থাকবে। বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও প্রযুক্তি নির্ভর জ্ঞান অন্বেষনে আন্তর্জাতিক অঙ্গনে নতুন দ্বার উন্মুক্ত হবে বলেও জানান তিনি।