১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:১১

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল বুয়েট

ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ভিড়  © সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশে দেরি হওয়ার কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আন্দোলন শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকে উত্তপ্ত রয়েছে ক্যাম্পাস।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে নানা দাবিতে বুয়েটের ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং বিক্ষোভ করেন।

‘ফ্যাসিস্ট হাসিনার দোসর ও বেইমানদের চিনে রাখুন’ শিরোনামে একটি ব্যানার টানান। সেখানে এই বিশ্ববিদ্যালয়ের যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন, তাদের ছবি ও নামপরিচয় প্রকাশ করা হয়। কিছুক্ষণ পরপর ব্যানারে জুতা নিক্ষেপ করতে দেখা যায় তাদের।

ব্যানারের শেষে তারা লিখেছেন, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’। এ সময় তারা ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের যেসব দাবি, এ নিয়ে কিছুক্ষণের মধ্যে তারা সংবাদ সম্মেলন করবেন এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রতিহত করা হয়, সে বিষয়ে বলবেন তারা।