শাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন
তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা ও দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় দিবসের শোভাযাত্রা শেষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় আ ফ ম মিফতাউল হকের সঞ্চালনায়, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো. ইসমাইল হোসেন, প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আল-আমিন, রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদিরসহ বিভিন্ন বিভাগের প্রধানেরা ও শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারকে দায়িত্ব দিব যেন গবেষণা ভিত্তিক মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বের করে। তিনি আরো বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে স্পষ্ট হওয়া দরকার। এটাকে একদম দলীয়করণ করা হয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।’
নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন,‘ দীর্ঘদিন স্বাধীনতার ইতিহাসকে এককেন্দ্রিক করে বিকৃত করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তরুণরা যেই নতুন বাংলাদেশ ছিনিয়ে এনেছে সেটা আমাদের বুকে ধারণ করতে হবে।’
এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে শিশুদের জন্য খেলাধুলা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।