মাভাবিপ্রবিতে  উচ্চ শিক্ষা, গবেষণা, ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে  উচ্চ শিক্ষা, গবেষণা, ক্যারিয়ার বিষয়ক কর্মশালা 
মাভাবিপ্রবিতে  উচ্চ শিক্ষা, গবেষণা, ক্যারিয়ার বিষয়ক কর্মশালা   © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ম্যাথ ক্লাবের আয়োজনে উচ্চ শিক্ষা, গবেষণা, ক্যারিয়ার সুবিধা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিভাগের গ্যালারি রুমে দিনব্যাপী এ উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পিনাকী দে-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ, এছাড়া উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ।

কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আলী আকবর, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামুল কবির উৎস, গবেষক তারেক হোসাইন ও সজীব গ্রুপের সহকারী ম্যানেজার ইমরান শরিফ।

প্রধান অতিথি অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘তোমরা তোমাদের চ্যালেঞ্জিং কাজে লাগাও। দরকার একাগ্রতা, ইচ্ছা । তোমাদের ইচ্ছা যদি দূর্বল হয়, উপরে উঠতে পারবে না। ফোকাস তোমার ক্যারিয়ার। হতাশ হওয়া যাবে না, হতাশা তোমাকে লক্ষ্যে পৌঁছাতে দিবে না।’

দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ