০৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২

আসিফ মাহমুদের আলোচিত উক্তি দিয়ে মাভাবিপ্রবিতে পরীক্ষার প্রশ্ন

অর্থনীতি কোর্সের ক্লাস টেস্ট প্রশ্ন   © টিডিসি সম্পাদিত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের আলোচিত উক্তি দিয়ে একটি বিভাগের ক্লাস টেস্টের প্রশ্নে ব্যবহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের উন্নয়ন অর্থনীতি কোর্সের ক্লাস টেস্ট প্রশ্নে (Motherland or Death) মাতৃভূমি অথবা মৃত্যু উক্তিটিকে উদাহরণ হিসেবে দেয়া হয়। 

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উন্নয়ন অর্থনীতি কোর্সের ক্লাস টেস্টের প্রশ্নে বলা হয় In the context of development economics, what does the phrase ‘Motherland or Death’ signify?  এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে প্রশ্নকর্তা অর্থনীতি বিভাগের বিভাগের প্রভাষক মো. তুহিন আহমেদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শিক্ষার্থীরা।

প্রশ্নপত্রটি এক শিক্ষার্থী ফেসবুকে পোস্ট করলে প্রশ্নপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে সারাদেশে ছড়িয়ে পরে। তবে বিষয়টি সকল আলোচনা ও ইতিবাচক মন্তব্য করে বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র এমন সৃজনশীলই হওয়া উচিত। 

অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলী আকবর বলেন, ২০২৪ সালে এসে এমন বাস্তবধর্মী উদাহরণেই শিক্ষার্থীদের চিন্তার জগৎ বৃদ্ধি পায়। বাস্তবধর্মী উদাহরণের জন্য স্যারকে অনেক ধন্যবাদ।

অর্থনীতি বিভাগের প্রভাষক মো. তুহিন আহমেদ বলেন, ডেনিস গৌলেট (Denis Goulet -1971) এর মতে, উন্নয়ন বলতে সমাজে মর্যাদা, সম্মান এবং গৌরবের সাথে বেঁচে থাকাকে বোঝায়, যেখানে অন্যদের দ্বারা শোষিত বা অধীনস্থ হতে হয় না। (১৯৭১) এর মতে, ‘উন্নয়ন বলতে সমাজে মর্যাদা, সম্মান এবং গৌরবের সাথে বেঁচে থাকাকে বোঝায়, যেখানে অন্যদের দ্বারা শোষিত বা অধীনস্থ হতে হয় না।’

তিনি আরো বলেন, ছাত্ররা, ‘Motherland or Death’ এর সাথে ডেনিস গুলেটের সংজ্ঞাটাকে রিলেট করতে পারে কিনা সেটা জানার জন্য এই প্রশ্নটি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাতে অনুষ্ঠিত ‘ম্যাজিক্যাল নাইট ২.০’  ইভেন্টের একটি অংশ, জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধা, এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ আন্দোলনের চিরন্তন গুরুত্ব তুলে ধরেন এবং শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশকে সংস্কারের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সবার প্রতি। 

তিনি বলেন, ‘সুখে, দুখে, আনন্দ কিংবা বেদনায়, সর্বদা, আমাদের ভাইয়েরা, যারা আমাদের সাথে মিছিলে গুলি খেয়ে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আমরা তাদের সবসময় স্মরণে রাখবো। এবং তাদের স্পৃহা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক সাথে লড়ে যাবো। মাতৃভূমি অথবা মৃত্যু। এরপর থেকে ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ শব্দটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।