‘অনেকে জানে না, দুর্ঘটনা প্রতিরোধে কীভাবে সতর্ক থাকতে হয়’
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, ‘আগুন থেকে সৃষ্ট দুর্ঘটনা খুবই আকস্মিক এবং অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা অনেকেই জানি না, এসব দুর্ঘটনা প্রতিরোধে কীভাবে সতর্ক থাকতে হয় বা অগ্নিকান্ড এড়াতে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিৎ।’
শনিবার (৩০ নভেম্বর) চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য উপাচার্য এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক হারুন আবদুল্লাহ পাশা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’ স্লোগানে ‘অগ্নি-নির্বাপন প্রশিক্ষণ-২০২৪’ এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নিরাপত্তা দপ্তরের উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা। সঞ্চালনা করেন নিরাপত্তা দপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান খান।
আরো পড়ুন: হলের উৎসবে নবাব সেজে হাজির প্রভোস্ট
উপাচার্য বলেন, ‘অগ্নি-নিবার্পক যন্ত্রগুলো সাধারণত জরুরি পরিস্থিতিতে আগুন নেভাতে বা নিয়ন্ত্রণ করতে বেশ কার্যকরী। আগুনের ধর্ম অনুযায়ী পোড়াবে। তবে দাহ্য পদার্থ, অক্সিজেন ও আগুন এই তিনের যেকোন একটি নিয়ন্ত্রণ করতে পারলে বড় আকারের দুর্ঘটনা এড়ানো সম্ভব।’ এ কর্মশালা থেকে আগুন নির্বাপন ও নিয়ন্ত্রণের কলাকৌশল অর্জন করে তা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।’