২৬ নভেম্বর ২০২৪, ২৩:৪৫

বিক্ষোভে উত্তাল রুয়েট, ইসকন নিষিদ্ধের দাবি

বিক্ষোভে উত্তাল রুয়েট  © টিডিসি ফটো

চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় দাশের জামিন নামঞ্জুরের ঘটনায় চিন্ময়ের অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা সংগঠন ইসকনকে ‘উগ্রবাদী দেশদ্রোহী’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়ে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার দাবি করে। এসময় বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলায় সব ধর্মের মানুষ সমান অধিকার  নিয়ে বসবাস করবে। কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিচার করবে। কিন্তু ধর্মীয় উগ্রতা নিয়ে কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আমরা তাদের রুখে দিব। এরকম হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনকে দেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে  সরকারি আইনজীবী নিহতের ঘটনা ঘটেছে।