২৪ নভেম্বর ২০২৪, ১৯:৪০

হাবিপ্রবিতে সেঁজুতি’র হড়কাবান ২.০ আয়োজিত

হড়কাবান অনুষ্ঠানে নৃত্য পরিবেশন  © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)  ‘হড়কাবান ২.০' আয়োজিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ও বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন 'সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য ' এর উদ্যোগে এটি আয়োজিত হয়।

আজ রবিবার (২৪ নভেম্বর) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখে হড়কাবান ২.০ আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম শিকদার।এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক দায়িত্বরত শিক্ষকরা। 

সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের সাধারণ সম্পাদক তকি তাহমিদ মাহিন বলেন, 'আমরা সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য পরিবারের পক্ষ থেকে ক্যাম্পাসে এবছর আগত নবীনদের স্বাগত জানাতে হড়কাবান ২.০ আয়োজন করেছি। আমাদের লক্ষ্য ভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি যে সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা হয় সেটা তুলে ধরা, যাতে নবীনরা আরো প্রাণবন্ত হয়। আজকের প্রোগ্রামটি সফলভাবে করতে পেরে আমরা সেঁজুতি পরিবার আনন্দিত এবং প্রশাসনিক ভাবে যথেষ্ট সহযোগিতা পেয়েছি আমরা।'

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উৎসাহ ও আনন্দ ছিল চোখে পরার মতো।