১৯ নভেম্বর ২০২৪, ১৬:৫১

বশেমুরবিপ্রবিতে ২২ শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া বাতিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

ভর্তি সার্কুলার অনুসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মুক্তিযোদ্ধা কোটার আসন সংখ্যা ৫ শতাংশ বা ৭৬ টি থাকলেও ওয়েবসাইটের কারিগরি ত্রুটির কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি অতিরিক্ত ২২ জন শিক্ষার্থীকে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি করে। বিষয়টি প্রকাশিত হলে অতিরিক্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি বাতিল করায় ভোগান্তিতে পড়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। 

সংশ্লিষ্ট সূত্রমতে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার অনুসারে মুক্তিযোদ্ধা কোটার আসন সংখ্যা ৫ শতাংশ বা ৭৬ টি থাকা সত্ত্বেও ওয়েবসাইটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রকাশিত মেরিট লিস্টে অতিরিক্ত ২২ জনের নামে সাবজেক্ট দেওয়া হয়। ফলে সে লিস্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পক্ষ থেকে ৯৮ জন শিক্ষার্থীকে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি করা হয়। ভর্তি কমিটি বিষয়টি বুঝতে পেরে অতিরিক্ত শিক্ষার্থীদের কাছ থেকে শুধু টাকা জমা নেন কিন্তু সে সময় তাদের দেওয়া হয়নি কোনো সাবজেক্ট । মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আসনের অতিরিক্ত হওয়ায় তাদের ভর্তি নিতে জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানা যায়। তবে অতিরিক্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অর্থ চূড়ান্ত সিদ্ধান্তে ভর্তি বাতিল হলে ফেরত দেওয়া হবে।

ভুক্তভোগী শিক্ষার্থী সানজানা আফরিন বলেন, ‘আমাদের ভর্তি নিলেও এত দিন আমাদের কোনো চূড়ান্ত সাবজেক্ট দেয়নি। কিন্তু কাল দুপুরে আমাকে ফোন করে বলা হয়েছে টেকনিক্যাল সমস্যার জন্য তাদের সিটের থেকে জিএসটি বেশি স্টুডেন্ট পাঠিয়েছে তাই তারা আমাদের সিট দিতে পারতেছে না। এরকম আরো অনেক কে বলেছে। ২০ বা ২২ জনকে বাতিল করে দিছে তারা। কিন্তু  একটা সাবজেক্ট একটা লাইফ নির্ধারণ করে। একটা সাবজেক্ট মা-বাবার স্বপ্ন পূরণ করে। এত দিন মা-বাবা কত স্বপ্ন দেখে এসেছে তাদের মেয়ে সাবজেক্ট পেয়েছে, ভার্সিটিতে পড়বে কিন্তু এখন আমরা আমাদের বাবা মা কে কি জবাব দিবো? তাদের স্বপ্ন নিমিষেই এভাবে শেষ করে দিয়েছে।’

শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়ে ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, 'এরা মাইগ্রেশনের মাধ্যমে অন্য বিশ্ববিদ্যালয়ে যেতে পারে কিনা বিষয়টি জিএসটি চেষ্টা করছে। একটা না দুইটা ছেলের বিষয়ে সলভ হয়েছে। আজকে সন্ধ্যাবেলায়ও ভিসি স্যারের সাথে জিএসটির মিটিং আছে বিষয়টি তোলা হবে।’