সড়ক দুর্ঘটনায় হাবিপ্রবি কর্মচারীর মৃত্যু
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব টেকনিশিয়ান আব্দুল মান্নান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ নভেম্বর) আনুমানিক দুপুর ৩টায় দিনাজপুরের পল্লীবিদ্যুৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ক্যাম্পাসের দিক থেকে মোটরসাইকেলে করে আব্দুল মান্নান শহরে যাচ্ছিলেন। সেসময় একটি ট্রাক বিপরীত দিক থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল মান্নান। তার সাথে মোটরসাইকেলে আরও একজন ছিল, যাকে উপস্থিত জনতা হাসপাতালে নিয়ে যায় বলে জানা যায়।
জানা গেছে, আব্দুল মান্নানের গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। তার পরিবারকে জানানো হয়েছে, তারা আসছে।