ডুয়েটে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ তিনদিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স 'রিসেন্ট ইনোভেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট' (আইআইসিএএসডি-২০২৪) এর সমাপনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব এবং কী নোট স্পিকার হিসেবে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইউওয়া তাকাহাসি অনুষ্ঠানে বক্তব্য দেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন কনফারেন্সের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'এই কনফারেন্সটি সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের বিভিন্ন শাখায় উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধানের কৌশল, পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার, গ্রীন আর্কিটেকচার এবং উন্নত প্রযুক্তির অন্বেষণে সহায়ক হবে।'
তিনি আরও বলেন, 'এই কনফারেন্সের মাধ্যমে গবেষক, নীতি-নির্ধারক ও শিক্ষার্থীরা টেকসই উন্নয়ন এবং সংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন অন্তর্দৃষ্টি পাবে, যা গবেষণা ও উন্নতির জন্য অগ্রগতি ঘটাবে।'
কী নোট স্পিকার অধ্যাপক ড. ইউওয়া তাকাহাসি বলেন, 'এই কনফারেন্সে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণার প্রতি আগ্রহ বেড়েছে এবং আমি আশা করি, বাংলাদেশ ও জাপান একসাথে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় আরো কোলাবোরেশন করবে।'
সমাপনী অনুষ্ঠানে ৭টি কী-নোট স্পিচ এবং ১১২টি টেকনিক্যাল পেপার উপস্থাপিত হয়েছে। এছাড়াও, বেস্ট রিসার্স পেপার উপস্থাপনকারীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী শিক্ষার্থী, দেশ-বিদেশের শিক্ষাবিদ ও গবেষকরা উপস্থিত ছিলেন।