২৭ অক্টোবর ২০২৪, ১২:০২

ছাত্র আন্দোলনে জড়িতদের চিহ্নিত করতে শাবিপ্রবিতে কমিটি গঠন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেআইনি ও সহিংসভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর যারা হামলা করেছেন তাদেরকে চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে ৭ সদস্যবিশিষ্ট একটি ‘তথ্যানুসন্ধান’ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সত্যানুসন্ধানপূর্বক জড়িতদের চিহ্নিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত সময়ে সংঘটিত ঘটনারসাথে যে বা যারা জড়িত ছিল তাদের পূর্নাঙ্গ তথ্য, ঘটনার তারিখ, যথাযথ বিবরণ এবং প্রমানাদি (যেমন ফটো, ভিডিও, সামাজিক মিডিয়ার স্ক্রিনশট , জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত রিপোর্ট এবং অনুরূপ প্রমানাদি) পরিচালক, ছাত্র উপদেশ ও নির্দেশনা-এর অফিসে সরাসরি অথবা ইমেইলে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্নভাবে গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা যায়, গত ২৪ অক্টোবর এ সংক্রান্ত একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়াকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা  হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- শাহপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইফতেখার আহমদ, সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জামাল উদ্দিন, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনজুর উল হায়দার।