২৭ অক্টোবর ২০২৪, ১১:৩৮

যবিপ্রবি শিক্ষার্থীর সামনে বিষধর সাপ, উদ্ধারে রেসকিউ টিম

যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাস থেকে উদ্ধার করা সাপ  © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসে সাপের উপদ্রব বেড়েছে। শনিবার (২৬ অক্টোবর) ক্যাম্পাসের মূল ফটক থেকে বিষধর সাপ উদ্ধার করেছে রেসকিউ টিম। এক শিক্ষার্থীর সামনে সাপটি পড়লে উদ্ধার করে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজার্ভেশন ফাউন্ডেশন যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাস ইউনিটের সদস্যরা।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রায়ই ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির সাপ দেখা যায়। এর বেশিরভাগই তীব্র বিষধর। যেকোনো সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলায়েত হোসাইন বলেন, ‘শনিবার সন্ধ্যার পর ক্যাম্পাসে ঢুকতে গিয়ে গেটের সামনেই আমি একটি সাপ দেখতে পাই। লাইট কম থাকার কারণে প্রথমে বুঝতে পারিনি। খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। তখন বিষয়টি ডিপ ইকোলজির রেসকিউয়ার সদস্যদের জানাই। তারা সেটিকে উদ্ধার করে।’

ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজার্ভেশন ফাউন্ডেশন এর সদস্য সামিউল ইসলাম বলেন, স্বর্প দংশন এলাকার মধ্যে ঝিনাইদহ অন্যতম। বিষয়টি সম্পর্কে আমাদের টিম অবগত। ক্যাম্পাস থেকে উদ্ধারকৃত সাপটি Coommon Krait, যা পাতি কাল কেউটে বা দেশি কালাচ নামে পরিচিত। নিশাচর এ সাপটি অত্যন্ত বিষধর। আমরা এটিকে দূরে কোথাও জনমানবহীন জায়গায় অবমুক্ত করে দেব।

আরো পড়ুন: পাবিপ্রবিতে পিকনিক করা সময় মাদক সেবন, ৪ শিক্ষার্থী আটক

এদিকে অভ্যন্তরীণ লাইটিংয়ের বেহাল দশার কারণে সন্ধ্যার পর ক্যাম্পাসকে মনে হয় ভূতুড়ে এলাকা। ফলে সাপসহ বিভিন্ন বিষাক্ত প্রাণীর ভয়ে শিক্ষার্থীদের নিতে হয় বাড়তি সতর্কতা। মৌখিকভাবে বিষয়টি প্রশাসন বরাবর জানানো হলেও কোনো দৃশ্যমান প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

শিক্ষার্থী রাসেল সরদার সৌরভ বলেন, ‘মৌখিকভাবে বলার পর এতোদিনেও আমরা ক্যাম্পাস লাইটিংয়ের দৃশ্যমান কোনো প্রতিকার পাইনি। শিগগিরই বিষয়টি আমরা লিখিতভাবে আবার জানাব।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের প্রভোস্ট ড. আব্দুল হালিম বলেন, ‘সাপের উপদ্রবের বিষয়টি সম্পর্কে শুনলাম। লাইটিংয়ের অপ্রতুলতার বিষয়টি সম্পর্কে আমরা অবগত। খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’