১৩ অক্টোবর ২০২৪, ১৭:০৪

শাবিপ্রবির সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  © সংগৃহীত

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দের প্ল্যাটফর্ম ‘সাস্টিয়ান সোসাইটির উদ্যোগে’ কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভূমি গ্রামে বন্যা পরবর্তী ২৫০ জন মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়। 

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্মসাধারণ সম্পাদক, সরকার জসিম উদ্দিন সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা। শাকসুর ছাত্রদল মনোনীত নির্বাচিত ভিপি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, আব্দুস সালাম, শাবিপ্রবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সুলতানসহ খলিলুর রহমান সোহেল, মহিউদ্দিন মাহি, জাবেদ রহমান, শেখ আলমগীর হোসেন, বুলবুল আহমেদ। 

এছাড়াও বিজ্ঞ চিকিৎসকগণ, ডা. মাহবুব শেখ, সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ডা. আরেফিন মুবিন, ডা. আজিম মাহমুদ, ডা. ওমর উপস্থিত ছিলেন।