যবিপ্রবির তিন প্রশাসনিক পদে নতুন মুখ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নতুন তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট, প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট হিসেবে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান, প্রক্টর হিসেবে একই বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমজাদ হোসেন ড. ইঞ্জি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে ফিশারীজ এন্ড মেরিন বায়োসাইন্স (এফএমবি) বিভাগের অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেনকে পরায়ণ করা হয়েছে।
উল্লেখ্য, স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগের পর বিশ্ববিদ্যালয় শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট বডি, প্রক্টরিয়াল বডিসহ ও ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালকের পদ থেকে তারা ভিন্ন ভিন্ন কারণ দেখিয়ে পদত্যাগ করলে এ পদগুলো শূন্য হয়।