০৮ নভেম্বর ২০১৮, ১৪:৩৮

শাবিতে ভর্তিচ্ছুদের রক্তের গ্রুপ নির্ণয় করবে ‘সঞ্চালন’

রক্তের গ্রুপ নির্ণয় করছে ‘সঞ্চালন’  © ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের  ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করবে বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’।

 ১১ নভেম্বর শিক্ষা ভবন এ’র (এক্সটেনশন) গ্রাউন্ড ফ্লোরে সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক রিন্টু তালুকদার। এছাড়াও ভর্তি কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন। 

তিনি জানান, ‘রক্তের প্রবাহে গড়ি আত্মার বন্ধন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকে সফলতার সাথে রক্ত সরবরাহ করে আসছে সঞ্চালন। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভর্তি কমিটির সহায়তায় শিক্ষার্থীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে এ আয়োজন করা হচ্ছে। রক্তের গ্রুপ জানার মাধ্যমে নিজেদের প্রয়োজনে বা অন্যের প্রয়োজনে রক্ত দিতে এবং নিতে পারবে।