ছাত্র রাজনীতি বন্ধসহ হাবিপ্রবি শিক্ষার্থীদের ৯ দফা দাবী
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০১:৩৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৪, ০১:৪৫ PM
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধসহ ৯ দফা দাবী জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ রবিবার (১১ আগস্ট) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো সাইফুর রহমানের কাছে তাদের ৯ দফা দাবি উপস্থাপন করেন।
সাধারণ শিক্ষার্থীদের দাবিসমূহ হলো:
১. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
২. প্রশাসনিক কাঠামোর দায়িত্বে নিয়োজিত সকলকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।
৩. সর্ব-প্রকার রাজনৈতিক দলীয় প্রভাবমুক্ত প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৪. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতিনিধির সাথে সমন্বয় করতে হবে।
৫. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদানকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
৬. সদ্য পদত্যাগ করা ভিসির অধীনে সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে।
৭. মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং একাডেমিক কার্যক্রম শেষ হওয়া শিক্ষার্থীদের হলের সিট বাতিল করতে হবে।
৮. সাধারণ শিক্ষার্থীদের পরামর্শের ভিত্তিতে হলগুলোর নাম পরিবর্তন করতে হবে।
৯. যে সকল শিক্ষার্থী ১৬ই জুলইয়ের পর দল পরিবর্তন করেছে তাদেরকে হল থেকে বহিষ্কার করতে হবে।
শিক্ষার্থীরা এই মূহুর্তে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিআইপি কনফারেন্স রুমে দাবী গুলো নিয়ে আলোচনা করছেন। মিটিংটি এখনো চলমান আছে।