হাবিপ্রবিতে উপাচার্যসহ প্রশাসনের সদস্যদের পদত্যাগের হিড়িক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর এর প্রভাব পড়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (হাবিপ্রবি)। চলমান পরিস্থিতিতে হাবিপ্রবির গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরাও একে একে পদত্যাগ করছেন।
শুক্রবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান সকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এরপর এক একে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন।
শনিবার (১০ আগস্ট) পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর ও ছাত্র পরামর্শ নির্দেশনা বিভাগের সহকারী পরিচালকেরা। আবাসিক হলসমূহের হল সুপাররাও পদত্যাগপত্র জমা দিয়েছেন রেজিস্ট্রার অফিসে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে ইমেইলের মাধ্যমে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান। সবার পদত্যাগ শেষে তিনিও পদত্যাগ করবেন বলে জানান তিনি।
এছাড়াও বিভিন্ন দপ্তর পরিচালক ও সহকারী হল সুপারদের ও পদত্যাগ করার আভাস পাওয়া যাচ্ছে।