মাভাবিপ্রবির নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মুছা মিয়া

  © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মুছা মিয়া। শনিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তর সূত্রে এ তথ্য জানা হয়। শনিবার দুপুরে তিনি প্রক্টর হিসেবে যোগদান করেন।

নবনিযুক্ত প্রক্টর হিসাবে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, “একজন প্রক্টর হিসাবে যতটুকু দায়িত্ব পালন করা দরকার আমি করবো। বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কল্যাণকর পদক্ষেপ নিব।”

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী। 

এছাড়া তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইতিপূর্বে তিনি গণিত বিভাগের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউস টিউটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


সর্বশেষ সংবাদ