টাইমস হায়ার ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় সেরা যবিপ্রবি
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ইমপ্যাক্ট র্যাঙ্কিং-২০২৪–এ দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে জায়গা করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমে রয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। আর সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে যবিপ্রবির অবস্থান ৭ম। এ তালিকায় বৈশ্বিকভাবে যবিপ্রবির অবস্থান ৮০১-১০০০-এর মধ্যে।
বুধবার (১২ জুন) সকাল ১০টায় র্যাঙ্কিং প্রকাশকারী এ সংস্থাটি ফলাফল প্রকাশ করে। বিশ্বের ১২৫টি দেশের ২১৫২টি বিশ্ববিদ্যালয়কে এবারের ইমপ্যাক্ট র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৮টি সরকারি বিশ্ববিদ্যালয় ও ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়েছে। তালিকায় বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বিতভাবে প্রথমে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
১৭টি নির্দিষ্ট ক্যাটাগরির উপর ভিত্তি করে র্যাঙ্কিংটি প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রয়েছে, নো পোভার্টি; জিরো হাঙ্গার; গুড হেলথ এন্ড ওয়েলবিং; কোয়ালিটি এডুকেশন; জেন্ডার ইকুয়ালিটি; ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন; অফ ডল এন্ড ক্লিন এনার্জি; ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ; ইন্ডাস্ট্রি ইনোভেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার; রিকোয়ার্ড ইনেকুয়ালিটিস; সাসটেইনেবল সিটিজ এন্ড কমিউনিটিস; রেসপন্সিবল কনসামশান এন্ড প্রোডাকশন; ক্লাইমেট চেঞ্জ; লাইফ বিলোওয়াটার; লাইফ অন ল্যান্ড; পিস, জাস্টিস এণ্ড স্ট্রং ইন্সটিটিউশন্স ও পার্টনারশিপ ফর দ্যা গোলস।
বাকি বিশ্ববিদ্যালয়গুলো যথাক্রমে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বরেন্দ্র ইউনিভার্সিটি।