প্রাথমিক ভর্তির পর মাভাবিপ্রবিতে আসন ফাঁকা রয়েছে ৫১
গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি ৫ জুন, ২০২৪ থেকে ৮ জুন, ২০২৪ পর্যন্ত নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে সশরীরে সম্পন্ন হয়।
তিনদিনের প্রাথমিক ভর্তির কার্যক্রম শেষে জানা যায়, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮২৪ জন প্রাথমিক ভর্তি সম্পন্ন করেন।
সিএসই বিভাগে ৫১ জন, পদার্থবিজ্ঞান বিভাগে ৫৩ জন, আইসিটি বিভাগে ৫৩ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৯ জন, ইএসআরএম বিভাগে ৫১ জন, বিজিই বিভাগে ৩৯ জন, সিপিএস বিভাগে ৫৫ জন, রসায়ন বিভাগে ৫২ জন, পরিসংখ্যান বিভাগ ৫৩ জন, এফটিএনএস বিভাগে ৫১ জন, হিসাববিজ্ঞান বিভাগে ৪৫ জন, গণিত বিভাগে ৫৫ জন, বিএমবি বিভাগে ৩৫ জন, ব্যবস্থাপনা বিভাগে ৪৯ জন, অর্থনীতি বিভাগে ৬২ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫৬ জন এবং ফার্মেসি বিভাগে ৩৫ জন শিক্ষার্থী প্রাথমিক ভর্তি সম্পন্ন করেন।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী জানান বিভিন্ন বিভাগে ৮২৪ জনের প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর এখনো ৫১ টি আসন ফাঁকা রয়েছে।