সেশনজট নিরসনসহ একাধিক দাবিতে হাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

শিক্ষার্থীদের আন্দোলন
শিক্ষার্থীদের আন্দোলন  © টিডিসি ফটো

সেশনজট নিরসনসহ একাধিক দাবিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনিক ভবনের মূল গেটে তালা দেন তারা। এসময় ভবনের ভেতরে আটকে পড়েন উপাচার্য, প্রক্টরসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তাবৃন্দ।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসলেও তারা তা আমলে নিচ্ছিলেন না। তাই আজ বাধ্য হয়ে তারা তালা ঝুলিয়েছেন।

শিক্ষার্থীরা আরও জানায়, সেশনজট, ক্রেডিট ফি কমানো, সব আবাসিক হলে ডাইনিং চালু করা, একাডেমিক কাউন্সিলে শিক্ষার্থীদের প্রতিনিধি রাখাসহ বিভিন্ন দাবি আদায় না হওয়ায় আন্দোলন করছেন তারা। এসময় বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে সেখানে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীও উপস্থিত হয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন আকাশ বলেন, সাধারণ শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের চাওয়া-পাওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে আসছিলো। তবে প্রশাসন তা দীর্ঘদিন কর্ণপাত না করায় আজ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।  পরে সেখানে আমরা প্রেসিডেন্ট-সেক্রেটারি উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নে কাজ করবো।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে কিছু শিক্ষার্থী প্রশাসনিক ভবনে তালা লাগিয়েছে। বিষয়টি জানতে পেরে সেখানি গিয়ে তাদের সাথে কথা বলি। কথা বলার কিছুক্ষণ পরে তারা তালা খুলে দেয়।


সর্বশেষ সংবাদ