প্রথাগত চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে: হাবিপ্রবি উপাচার্য
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, গ্রাজুয়েশন শেষ করে প্রথাগত চাকুরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীও এই বিষয়ে গুরুত্বারোপ করেছেন।
আজ শনিবার (১ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ টেকসই ভবিষ্যতের জন্য উদ্যোক্তাদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা তৈরির উর্বরভূমি মন্তব্য করে অধ্যাপক ড. এম কামরুজ্জামান আরও বলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা হবার জন্য আদর্শক্ষেত্র।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কোন আইডিয়া জেনারেট করে তা ডেভেলপ করার জন্য বাহিরের তেমন সহযোগিতার প্রয়োজন নেই। কোন অনুষদের শিক্ষার্থী যেকোন বিজনেস আইডিয়া জেনারেট করে তা ডেভেলপ করার জন্য আইটি সাপোর্টের জন্য সিএসই এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের কাছে যেতে পারে। প্রচার ও বিস্তৃতির জন্য ব্যবসায় শিক্ষা অনুষদ আছে। এরকম প্রতিটি অনুষদের শিক্ষক, শিক্ষার্থী কিংবা রিসোর্স পার্সনদের থেকে তারা সহযোগিতা নিতে পারে। পরবর্তীতে তা আদর্শ মডেল বলে বিবেচিত হলে সরকারি-বেসরকারি ফান্ডিং পাবে।
বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস (ক্যাডস) এর উদ্যোগে এবং বিসিসি, ওয়ান বাংলাদেশ এবং স্টুডেন্ট টু স্টার্ট-আপ এর সহযোগিতায় এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এতে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক মো. রশিদুল হাসান এবং অনলাইনে যুক্ত ছিলেন আইডিয়া প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট এবং অপারেশন স্পেশালিস্ট সিদ্ধার্থ গোস্বামী। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস (ক্যাডস) এর পরিচালক অধ্যাপক ড. এন. এইচ. এম. রুবেল মজুমদার, প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ, সহকারী প্রক্টর মো. রুবায়েত আল ফেরদৌস প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেন এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মিজানুর রহমান। সেমিনারে বিভিন্ন অনুষদের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।