২৯ মে ২০২৪, ১১:৩১

হাবিপ্রবির টিএসসিতে চেয়ার সংকট, জায়গা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে

হাবিপ্রবিতে চেয়ার সংকট  © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) টিএসসিতে টেবিল অনুপাতে নেই পর্যাপ্ত চেয়ার। এতে করে ভোগান্তিতে পড়ছেন টিএসসিতে গ্রুপ স্টাডি করতে আসা শিক্ষার্থীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক শিক্ষার্থী বই, ল্যাপটপ নিয়ে এসে জায়গা না পেয়ে মলিন মুখে ফিরে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১১ হাজার শিক্ষক-শিক্ষার্থীর জন্য পাঁচতালা বিশিষ্ট ছাত্র-শিক্ষক কেন্দ্রে বসার ব্যবস্থা আছে মাত্র নীচতলায়।

বাকি তলাগুলোতে অফিস, ব্যাংক ও ক্লাসরুম হিসেবে ব্যবহৃত হচ্ছে। মূলত এসব খোয়া যাওয়া চেয়ারগুলো বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের একাংশ টিএসসির বাইরে আয়োজিত বিভিন্ন আয়োজন-অনুষ্ঠানের সময় নিয়ে গেলেও নিজ দায়িত্বে আর ফেরত দিয়ে যাননি। সেগুলো অনেকেই নিয়ে যান নিজেদের হল কিংবা মেসে। 

বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী কাওসার মাহমুদ বলেন, টিএসসিতে আমরা গ্রুপ স্টাডি, থিসিস মিটিংসহ গুরুত্বপূর্ণ কাজ করতে আসি। এটা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্পেস। প্রশাসন স্থায়ীভাবে চেয়ারের সমস্যার সমাধান করলেই শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে আসবে। তবে, শিক্ষার্থী হিসেবে আমাদের সবাইকেও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। 

সামাজিক বিজ্ঞান অনুষদের আরেক শিক্ষার্থী সাইফুল বলেন, 'টিএসসিতে ল্যাপটপে চার্জ দেবার মতো পয়েন্ট নেই। পাশাপাশি ৪-৫টি ফ্যান অকেজো হয়ে পরে আছে। প্রশাসনের এদিকেও সুদৃষ্টি দেওয়া প্রয়োজন। যেহেতু বিশ্ববিদ্যালয়ে ক্লাসের পর লাইব্রেরি ব্যতীত পড়াশোনা বা স্বল্প সময় বসার মতো অন্য কোন স্পেস নেই।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, টিএসসিতে পর্যাপ্ত টেবিল থাকলেও চেয়ারের সংকট আছে। আমরা আবারো চেয়ারের ব্যবস্থা করবো৷ সবার প্রতি আহ্বান থাকবে,আমরা সবাই মিলে সচেতন হলেই রাষ্ট্রীয় সম্পত্তির প্রতি যত্নশীল হতে পারবো। আশাকরি, পরবর্তীতে আর চেয়ারের সংকট থাকবে না৷