১৪ মে ২০২৪, ১৫:৩৯

যবিপ্রবিতে রাজশাহী জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি সফল, সম্পাদক মাহি

যবিপ্রবিতে রাজশাহী জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি সফল, সম্পাদক মাহি
সভাপতি সফল ও সাধারণ সম্পাদক মাহি  © জনসংযোগ

রাজশাহী থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন 'অ্যাসোসিয়েশন অব রাজশাহী জাস্টিয়ানস্' এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. হাসানুল বান্না সফল এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাগ্রো প্রডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. তাসিক হাসান (মাহি)।

অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও পদার্থবিজ্ঞান বিভাগের লেকচারার  শাহাদাত জামান এ কমিটির অনুমোদন দেন। আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. নাফিম আলম, মো. আব্দুর রাজ্জাল, মো. মুসফিকুজ্জামান, মুহাইমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আল মোমেন, হাসিব হাসান, মো. খাইরুল আলম, বিনয় ভৌমিক, সাংগঠনিক সম্পাদক আদনান মুয়ীদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. ইয়ামিন হাসান মো. ফারদিন আহমেদ (আলভী)।

এছাড়া কোষাধ্যক্ষ পদে রয়েছেন শাহরিয়া আক্তার (বর্ষা), সহ-কোষাধ্যক্ষ মো. সাকিব হাসান, প্রচারণা বিষয়ক সম্পাদক মো.সাম্মাম সাদিক, বিপ্লব কুমার, সাদিয়া আনজুম ঐশী, সাংস্কৃতিক সম্পাদক মাইশা সামিহা মিম, আবু সায়েম, নাফিস যাওয়াত, খেলাধুলা বিষয়ক সম্পাদক, মো. ইখলাস জুবায়ের, মো. সায়েম, মো: আবির হাসান, জিল্লুর রহমান, ইভেন্ট সেক্রেটারি মোসা. শর্মিলি আখতার, মোসা. রামিশা ইসলাম ও মো. সিফাতুল্লাহ।

শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন মো. আসিফ শাহরিয়ার, শরিফুল হাসান, সদস্য মো. সামাউন ইসলাম, মো. সামিউল ইসলাম, মোসতাকি মৌ, এ এস এম আহনাফ হাসান, মো. আরিফ ইকবাল, নাজমুস সাকিব সাদাত, মো. গোলাম রাব্বানী, রাইহান আহমেদ, মাহজুবা জেরিন, সবনাম ই জান্নাত, মোসা. সাদিয়া সুলতানা, কাজী আফিয়া আনজুম জয়তি, অন্বেষা মাঝি, সঞ্চিতা প্রামানিক, সাধিন আহমেদ, মাহমুদুল হাসান অনিক, জান্নাতুন রুবাইয়া ও সাব্বির হাসান প্রমুখ।