ফিলিস্তিনের পতাকা হাতে মাভাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সোমবার (৫ মে) সকাল ১০ টায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তৃতীয় অ্যাকাডেমিক - এর মাভাবিপ্রবি ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে মাভাবিপ্রবি ছাত্রলীগের নেতৃত্বে তারা সেখান থেকে পতাকা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
গাজা যুদ্ধ কে গণহত্যা উল্লেখ করে “Free Palestine, Support Palestine, Save Palestine" স্লোগানে মুখরিত হয়ে উঠে বিক্ষোভ মিছিলটি। মিছিল পরবর্তীতে তারা তৃতীয় অ্যাকাডেমিক ভবন এর মূল ফটক এর দুইপাশে বাংলাদেশ ও ফিলিস্তিন এর পতাকা উত্তোলন করেন।
এসময় উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মানিক শীল ও সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির। সমাবেশে তারা ফিলিস্তিনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং ফিলিস্তিনের জনগণের মঙ্গল কামনা করেন।