২০ এপ্রিল ২০২৪, ১৫:৩০

তীব্র গরমে ক্লাসের সময়সীমা কমাচ্ছে যবিপ্রবি 

দেশব্যাপী চলমান তাপপ্রবাহের কারণে ক্লাস ও অফিসের সময়সীমা কমিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রশাসন। আগামী ১০ দিন সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ক্লাস ও সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে অফিস কার্যক্রম। সকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য সভাপতিত্বে তাঁর কার্যালয়ে সকল অনুষদীয় ডিন উপস্থিতিতে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (২০ এপ্রিল) উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তি বলা হয়, দেশজুড়ে বিরাজমান তাপদাহ (Heat Wave) এর কারণে আগামীকাল ২১ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ রোজ রবিবার হতে ৩০ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষাসমূহ সকাল ০৮:০০ ঘটিকা হতে বেলা ১২:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এছাড়া আগামী ২৭ এপ্রিল ২০২৪ খ্রি. গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা সমূহ বন্ধ ও অফিস খোলা থাকবে জানানো হয়েছে।