মাভাবিপ্রবিতে এনআইবির গবেষণার বিষয়ক সেমিনার
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে এনআইবির গবেষণা সুবিধাদি ও সেবা কার্যক্রম বিষয়ে অংশীজনদের অংশগ্রহণে অবহিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ৩য় অ্যাকাডেমিক ভবনের সেমিনার অনুষ্ঠানে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ.কে.এম. মহিউদ্দিন, স্পিকার ড. মোহাম্মদ নাসির উদ্দিন ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় ইনচার্জ মোহাম্মদ উজ্জল হোসেন।
এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি থেকে আগত সম্মানিত অতিথি কেশব চন্দ্র দাস, ড. আবু হাশেম ও ড. শামীমা আখতার শারমিন।
মোহাম্মদ উজ্জ্বল হোসেন ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির ৭টি বিভাগ নিয়ে আলোচনা করেন, পাশাপাশি এনআইবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ফেলোশিপসহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি এনআইবি’র ডিএনএ সিকুয়েন্সিং, মলিকুলার ডাইনামিক সিমুলেশন, উদ্ভিদের রোগ নির্ণয়, পশু/খাদ্যে প্রাণী প্রজাতির উপস্থিতি নির্ণয়সহ অন্যান্য সেবা কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দীন ও মোহাম্মদ উজ্জল হোসেনকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি থেকে সম্মাননা স্মারক প্রধান করা হয়।
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সঞ্চালনায় ছিলেন মো. আরিফ হোসেন ও সুমাইয়া জান্নাত।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।