সিভাসু উপাচার্যের কার্যালয় অবরোধ ছাত্রলীগের
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশের কার্যালয় অবরোধ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার বিকেলে তারা কার্যালয় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিভাসুর এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম কিবরিয়ার বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ এনে উপাচার্যের কাছে তার বহিষ্কার চান ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এসময় তাদের দাবিতে সাড়া না দেওয়ায় উপাচার্য কার্যালয়ের বাইরে এসে বিক্ষোভ করেন তারা। পরে উপাচার্যের আশ্বাস এবং পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ থেকে সরে আসে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করতে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী আমার কাছে আসে। তাদের বিষয়টি দেখবো বলেছি। তবে উপাচার্য কার্যালয় অবরোধের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।