শেষ হলো নোবিপ্রবির ৬ষ্ঠ ছায়া জাতিসংঘ সম্মেলন

নোবিপ্রবির ৬ষ্ঠ ছায়া জাতিসংঘ সম্মেলন
নোবিপ্রবির ৬ষ্ঠ ছায়া জাতিসংঘ সম্মেলন  © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ৩ দিন ব্যাপী ৬ষ্ঠ ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে তিনদিনব্যাপী চলা এ সম্মেলনটির সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মেলনে ৬টি কমিটির মোট ২৪ জনকে স্পেশাল অ্যাওয়ার্ড এবং প্রায় ২০ জনকে ‘ভারভাল মেনশন’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও অনলাইন নিউজ পোর্টাল দ্যা ডেইলি ক্যাম্পাসসহ প্রায় ১১টি গণমাধ্যমকে মিডিয়া পার্টনারের অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এর আগে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। উক্ত সম্মেলনটিতে বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী কূটনীতিকদের ভূমিকায় ছিলেন ২২০ জনেরও বেশি শিক্ষার্থী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, রেজিস্ট্রার মো. জসীমউদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক বিপ্লব মল্লিক, বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট মো. আবু তারেক।

ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৪ এর মহাসচিব মো. নাইম উদ্দিন বলেন, নোবিপ্রবি প্রশাসন এবং আমার টিমের সদস্যদের আন্তরিক  সহযোগিতার ফলে আমরা সুন্দর একটি প্রোগাম বাস্তবায়ন করতে পেরেছি এবং আশা করছি আমরা নোবিপ্রবি ছায়া জাতিসংঘ বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আগত সকল ডেলিগেটের জন্য যথেষ্ট আতিথেয়তার চেষ্টা করেছি। আমি আমার সকল ডেলিগেট কে ধন্যবাদ জানাচ্ছি এ সম্মেলনে অংশগ্রহণ করে সম্মেলনটিকে সফল করার জন্য।

উল্লেখ্য, এ বছরের সম্মেলনটি মোট ৬টি কমিটি নিয়ে অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে –জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি, আন্তর্জাতিক প্রেস, নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটি, জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং জাতিসংঘ বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নয়ন কমিশন।


সর্বশেষ সংবাদ