নোবিপ্রবিতে অটোমেটেড আইডি কার্ড সফটওয়্যার উদ্বোধন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অল্প সময়ে শিক্ষার্থীদের আইডি কার্ড তৈরি করার লক্ষ্যে অটোমেটেড আইডি কার্ড জেনারেশন সফটওয়্যার এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সাইবার সেন্টারে এই অটোমেটেড সফটওয়্যারের উদ্বোধন করা হয়।
সাইবার সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) এ আর এম মাহমুদুল হাসান রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং রেজিস্ট্রার মো. জসীম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক দিদার-উল-আলম বলেন, যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারলে আমরা অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারবো। তিনি ধরনের উদ্ভাবন যাতে চলমান থাকে সেজন্য গবেষকদের প্রতি আহ্বান জানান পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনেে পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।সাইবার সেন্টার সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাকি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কর্তৃক উদ্ভাবনকৃত প্রযুক্তি যখন আমাদের কাজকে সহজ করে সেগুলো আমাদের গর্বিত করে। ধরনের কাজ নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের এবং ধরনের উদ্ভাবন সারাদেশে নোবিপ্রবি ক্যাম্পাসের জন্য ইমেজ বৃদ্ধির কারণ হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন তার সাথে তাল মিলিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও বিভিন্নভাবে ডিজিটাল যুগে পদার্পণ করছে। পাশাপাশি তিনি CSTE, ICE ডিপার্টমেন্ট ও IIT ইনস্টিটিউটকে ডিজিটালইজেশনের জন্য বিভিন্ন সেক্টরে কাজ করার আহ্বান জানায়। এ কাজের সাথে যুক্ত সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড বিপ্লব মল্লিক এবং সাধারণ সম্পাদক ও আইআইএস এর পরিচালক অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান রিমন, সম্মানিত ডিনবৃন্দ, নোবিপ্রবি সাইবার সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) এ আর এম মাহমুদুল হাসান রানা, বিভিন্ন বিভাগের প্রধান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মেজবাহ উদ্দিন পলাশ এবং সাধারণ সম্পাদক ইবনে ওয়াজেদ ইসলাম ইমন এবং আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদানের প্রক্রিয়াটি অদ্যাবধি ম্যানুয়েল পদ্ধতিতে সম্পাদন করা হয়। এ পদ্ধতিতে শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদানে প্রথম সেমিস্টার শুরু হওয়ার পর প্রায় এক সেমিস্টার সময়ের প্রয়োজন হয় বিধায় অতিসম্প্রতি এ আর এম মাহমুদুল হাসান রানা, পরিচালক (ভারপ্রাপ্ত), সাইবার সেন্টার এর সার্বিক দিক নির্দেশনায় একটি অটোমেটেড আইডি কার্ড জেনারেশন সফটওয়্যার তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়।
সফটওয়্যারটি প্রস্তুতকরণের ক্ষেত্রে রনক ভৌমিক, প্রোগ্রামার, সাইবার সেন্টার ডেভেলপার ও মো. ইফতেখারুল আলম ইফাত, সহকারী অধ্যাপক, আইআইটি এবং সহকারী পরিচালক, সাইবার সেন্টার, সার্বিক তথ্যগত সহায়তা প্রদান করে। উক্ত সফটওয়্যার ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে আইডি কার্ড প্রস্তুত করা সম্ভব হবে। উক্ত প্রকল্পটি নোবিপ্রবি অটোমেশন সিস্টেমের একটি অংশ।